ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নাইজারে ত্রাণ নিয়ে হুড়োহুড়িতে ২৩ জনের প্রাণহানী

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলে ত্রাণ বিতরণকালে ভিড়ের চাপে পিষ্ট হয়ে নারী ও শিশুসহ অন্তত ২৩ জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও আরও ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বর্ন প্রদেশের সীমান্তবর্তী শহর ডিফায় একটি শরণার্থী ক্যাম্পে খাবার, কাপড় ও নগদ অর্থ বিতরণকালে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে বলে নাইজারের আঞ্চলিক কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

জাতিসংঘের তথ্যানুযায়ী, ডিফা শহর এবং এর আশপাশের এলাকায় নাইজেরিয়া থেকে আসা প্রায় আড়াই লাখ শরণার্থী ওই ক্যাম্পে বসবাস করে। তাদের মধ্যে অনেকেই নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চল থেকে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হামলার মুখে দেশ ছেড়ে ডিফায় পালিয়েছে এসেছে।

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে ইসলামি শরিয়াভিত্তিক একটি রাজ্য প্রতিষ্ঠার জন্য ২০০৯ সাল থেকে লড়াই করছে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। এ গোষ্ঠীটি নাইজেরিয়ার ওই অঞ্চলের পাশাপাশি প্রতিবেশী চাদ, নাইজার ও ক্যামেরুনেও নিয়মিত অভিযান চালায়। আর তাদের এসব অভিযানে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন