দেশে প্রথম বারের মত ভারত থেকে পাইপ লাইনের মাধ্যমে আসতে যাচ্ছে জ্বালানি তেল। প্রথম চালানের পাইপ বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। আর এই কার্যক্রম বাস্তবায়ন করার জন্য ৪ হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে ভারত।এতে করে ভারত ও বাংলাদেশ বন্ধুত্ব আরো সুদৃঢ় হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
জানা যায়, ভারতের শিলিগুড়ি থেকে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত ১৩০ কিলোমিটার পাইপ লাইনে আসবে এই জ্বালানি তেল। বাংলাদেশ অংশে ১২৫ কিলোমিটার ও ভারতের অংশে ৫ কিলোমিটার বসবে এই পাইপ লাইন।
প্রকল্পের জন্য সোমবার ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে এসেছে ৫০ ট্রলি পাইপের চালান। বাংলাদেশ ও ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন নির্মাণের জন্য ২৫ প্রকার সরঞ্জাম সরবরাহ করছে ভারত। এই কাজ শুরু হবে মার্চ নাগাদ। আর শেষ হবে ২০২২ সালের জুনে মাসে।
আনন্দবাজার/শহক