ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারত থেকে পাইপে আসছে জ্বালানি তেল

দেশে প্রথম বারের মত ভারত থেকে পাইপ লাইনের মাধ্যমে আসতে যাচ্ছে জ্বালানি তেল।  প্রথম চালানের পাইপ বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। আর এই কার্যক্রম বাস্তবায়ন করার জন্য ৪ হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে ভারত।এতে করে ভারত ও বাংলাদেশ বন্ধুত্ব আরো সুদৃঢ় হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

জানা যায়, ভারতের শিলিগুড়ি থেকে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত ১৩০ কিলোমিটার পাইপ লাইনে আসবে এই জ্বালানি তেল। বাংলাদেশ অংশে ১২৫ কিলোমিটার ও ভারতের অংশে ৫ কিলোমিটার বসবে এই পাইপ লাইন।

প্রকল্পের জন্য সোমবার ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে এসেছে ৫০ ট্রলি পাইপের চালান। বাংলাদেশ ও ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন নির্মাণের জন্য ২৫ প্রকার সরঞ্জাম সরবরাহ করছে ভারত। এই কাজ শুরু হবে মার্চ নাগাদ। আর শেষ হবে ২০২২ সালের জুনে মাসে।

 

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন