ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় বন্ধ হতে পারে ৮০ শতাংশ গার্মেন্টস

চীনের করোনা ভাইরাস এর ব্যাপক প্রভাব পড়েছে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে। বাংলাদেশের অনেক পণ্যই আসে চীন থেকে এবং এই কারণে চীন থেকে পণ্যবাহী জাহাজ আসা কমিয়ে দিয়েছে চীনা সরকার। প্রতি মাসে চীন থেকে ১৫ টি জাহাজ আসলেও এখন আসছে দুটি করে।

ব্যবসায়ীরা বলছেন, চীন থেকে চলতি মাসে পণ্যবাহী যে দু’টি জাহাজ এসেছে সেগুলোর ঋণপত্র খোলা হয়েছিলো ডিসেম্বর বা তার আগে। তবে বর্তমানে চীনা নববর্ষ এবং পরে করোনা ভাইরাসের কারণে চলতি বছরের শুরু থেকে ঋণপত্র খোলা বন্ধ রয়েছে।

আরও পড়ুন : ঢাকায় মেট্রোরেলের প্রথম কোচ

এই ব্যাপারে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি শফিকুল আলম জানান, দেশের প্রায় ৮০ শতাশং বিদ্যুৎকেন্দ্রই চীনের ওপর নির্ভর। কিন্তু করোনা ভাইরাসের প্রভাবে চাইনিজ প্রজেক্ট এখন বন্ধ।

এছাড়া চীনা থেকে আসা পণ্যবাহী জাহাজগুলোকে ১৪ দিন পর্যবেক্ষণে রাখার পর বন্দরের প্রধান ফটকে প্রবেশের অনুমতি দেয়ার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সেই সাথে জাহাজগুলোর বন্দরে প্রবেশের আগে শিপিং এজেন্টকে নাবিক ও ক্রুদের শারীরিক তথ্য বন্দরের কাছে জমা দিয়ে প্রবেশ করতে হবে।

আনন্দবাজার / এইচ এস কে 

 

সংবাদটি শেয়ার করুন