করোনাভাইরাস সংক্রমণ এড়াতে হুবেই প্রদেশকে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছে চীন। রোববার (১৬ ফেব্রুয়ারী) করোনাভাইরাসের উৎসস্থলকে অবরুদ্ধ ঘোষণা করে চীন সরকার।
এ ঘোষণার ফলে সেখানকার অন্তত ৫ কোটি ৮০ লাখ বাসিন্দা বিশেষ অনুমতি ছাড়া বাইরে যেতে পারবে না। সব ধরনের ব্যবসা-বাণিজ্যও বন্ধ থাকবে। রাস্তায় গাড়িও বের করতে দেয়া হবে না জরুরি প্রয়োজন ছাড়া। তবে পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স, জরুরি পণ্য পরিবহনসহ অনুমোদিত গাড়িগুলো চলাচল করতে পারবে।
ওয়েনঝৌ, নিংবো, তাইঝৌ ও হ্যাংঝৌ শহরগুলোতে তিন কোটি মানুষ বসবাস করে। সেখানে একধরনের বিশেষ পাসপোর্ট করে দিয়েছে কর্তৃপক্ষ। যা দেখিয়ে সেখানকার বাসিন্দারা দুইদিনে একবার কেনাকাটা করতে ঘরের বাইরে যেতে পারবে।
জানা গেছে, সেখানকার রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা একটি কঠিন সময় পার করছে। পরিস্থিতি এখনও মারাত্মক। একারণে সংক্রামণের প্রবণতা রোধে যোগাযোগ বন্ধ করে দিতে হচ্ছে। এর আগে একাধিক শহরে কড়াকড়ি আরোপ করা হলেও পুরো প্রদেশ হিসেবে হুবেই প্রথম অবরুদ্ধ হলো।
বিশ্বের ২৮টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। সব মিলিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ৩২৬ জন।
আনন্দবাজার/ টি এস পি