ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ই-সিম যুক্ত হচ্ছে স্মার্টফোনে

স্মার্টফোনে সিম যুক্ত না করলে স্মার্টফোন অকার্যকর এই ধারণা বদলে দিতে চায় কয়েকটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। সেই লক্ষ্যে এবার নতুন স্মার্টফোনে যুক্ত হচ্ছে ই-সিম।

ই-সিম হলো এমবেডেড সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। ই-সিম ছোট একটি ইলেকট্রনিক চিপ। এটির সাহায্যে স্মার্টফোন ব্যবহারকারীরা কোনো সিম ছাড়াই প্রাথমিক নেটওয়ার্ক খুঁজে পাবেন আর বেশ কিছু কাজও করতে পারবেন। ইতোমধ্যে বেশ কয়েকটি স্মার্টফোন ই-সিমের আওতায় আসছে।

ই-সিম যুক্ত করা হয়েছে গুগল পিক্সেল ২, ৩, ৩এ, ৪ মডেল গুলোতেও। আইফোন এক্সএস, এক্সএস ম্যাক্স, এক্সআর, ১১, ১১ প্রো এবং ১১ প্রো ম্যাক্স-এ শিগগিরই যুক্ত করা হবে। তাছাড়া স্যামসাং গ্যালাক্সি ফোল্ড মডেল, মটোরোলা রেজর, স্যামসাং গ্যালাক্সি এস২০, ‍এস২০ প্লাস মডেলে থাকছে ই-সিম।

নতুন ই-সিম যুক্ত হওয়ার কারণে গ্রাহক যখন নতুন স্মার্টফোন চালু করবেন তখনই তা জানতে চাওয়া হয় যে তিনি কোন নেটওয়ার্ক ব্যবহার করবেন। সেই সময় ব্যবহারকারী কোনো সিম নিশ্চিত না করতে পারলে ই-সিম নির্বাচন করেই স্মার্টফোনটি সক্রিয় করা যাবে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন