ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চীনা স্মার্টফোনে পড়ছে করোনা ভাইরাসের প্রভাব

চীনে নির্মাতাদের তৈরি স্মার্টফোন বিক্রি কমে গেছে করোনা ভাইরাসের প্রভাবে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে হুয়াওয়ে। দেশটিতে স্মার্টফোন বিক্রি ২০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বছরের প্রথম তিন মাসেই। গত বৃহস্পতিবার বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের বিশেষজ্ঞরা এ তথ্য জানান। তাদের মতে অর্ধেকে নেমে আসতে পারে বিশ্বের বৃহত্তম স্মার্টফোন বাজারের স্মার্টফোন বিক্রির হার।

কাউন্টারপয়েন্ট তাদের নতুন প্রতিবেদনে বলেছে, চীনের অফলাইন বাজারে স্মার্টফোন বিক্রি ৫০ শতাংশ কমতে পারে করোনা ভাইরাসের প্রভাবে। তাছাড়াও প্রান্তিকে সর্বমোট ফোন বিক্রি ২০ শতাংশ কমবে।

চীনে অর্থনীতির ওপর করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বিশেষ চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। নতুন বছরের শুরুর পর থেকেই চীনা প্রতিষ্ঠানগুলোকে উৎপাদন প্রক্রিয়ায় ফিরতে কষ্ট করতে হবে।

কাউন্টারপয়েন্টের বিশেষজ্ঞ ফ্লোরা ট্যাং জানান, হুয়াওয়ের পাশাপাশি চীনা স্মার্টফোন নির্মাতা অপো ও ভিভোর ওপরেও প্রভাব পড়বে  এই ভাইরাসের। শাওমি, ওয়ানপ্লাস ও রিয়েলমির ওপর প্রভাব কম পড়বে কারণ তদের অনলাইনকেন্দ্র্রিক বিক্রির চ্যানেল রয়েছে।

এ বছরের প্রথম তিন মাসে নতুন স্মার্টফোনের ঘোষণা দিতে পারে চীনের তিন শীর্ষ অ্যান্ড্রয়েড ব্র্যান্ড শাওমি, হুয়াওয়ে ও অপো। কাউন্টারপয়েন্টের মতে ক্ষতিগ্রস্ত হতে পারে অ্যাপলও। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্টোরে আইফোন বিক্রি বন্ধ রাখায় ১০ লাখ আইফোন বিক্রি কমে গেছে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন