ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজারে দেড় হাজার কোটি টাকা অনুমোদন দিল এডিবি

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) পুঁজিবাজার পুনর্গঠন, বিকাশ ও কাঠামোগত উন্নয়নে ১৭ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে। সংস্থাটি থার্ড ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় দ্বিতীয়বারের মত এই ঋণ অনুমোদন করলো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ হাজার ৪৫৫ কোটি টাকা। এর পূর্বে এডিবি একই প্রকল্পে ৮ কোটি ডলার ঋণ দিয়েছিল। ঘোষণা অনুযায়ী আগের থেকে দ্বিগুণের বেশি দিচ্ছে এবার।

ফিলিপাইনের ম্যানিলায় এডিবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পর্ষদ সভায় এ ঋণ অনুমোদন করা হয়েছে বলে নিশ্চিত করেছে এডিবি’র ঢাকা অফিস।

এডিবির এক্সট্রারনাল রিলেশন বিভাগের টিম লিডার গোবিন্দ বার জানান, দেশের পুঁজিবাজার সংস্কারে ২০১৫ সালের নভেম্বরে ২৫ কোটি ডলারের সিএমডিপি-৩ প্রকল্প অনুমোদন করা হয়। প্রথম পর্যায়ে ৮ কোটি ডলারের ঋণ অনুমোদন দেওয়া হয় প্রকল্পটিতে। এডিবি দ্বিতীয়বারে আরও ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে। পুঁজিবাজারের পুনর্গঠনে ব্যবহার করা হবে এই ঋণ।

এডিবি ১৯৯৬ সালে বাংলাদেশের পুঁজিবাজারের বিকাশে ৮ কোটি ডলার ঋণ সহায়তা দেয়। ২০১০ সালের ভয়াবহ ধসের পর সংস্থাটি আবারো পুঁজিবাজারকে সহায়তা করতে এগিয়ে আসে। ২০১২ সালে সিএমডিপি-২ প্রকল্পের আওতায় ৩০ কোটি ডলারের ঋণ সহায়তা দেয় এডিবি। সর্বশেষ ২০১৫ সালে সিএমডিপি-৩ প্রকল্পের মাধ্যমে দুই ধাপে ২৫ কোটি ডলারের ঋণ সহায়তা দিবে বলে ঘোষণা দিয়েছে এডিবি।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন