পেঁয়াজের দাম চড়া থাকায় এবার ঝিনাইদহে রেকর্ড পরিমাণ জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। ইতোমধ্যে আগাম চাষ করা হালি পেঁয়াজ উঠতে শুরু করেছে বাজারে। যেকারণে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক অফিস সুত্রে জানা যায়, ঝিনাইদহে এবার মোট ৮ হাজার ৬৫০ হেক্টরে পেঁয়াজ চাষ হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজ চাষ হয়েছে।
ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, চাষিরা ক্ষেত পরিচর্যায় ব্যস্ত। ইতোমধ্যে আগাম চাষ করা পেঁয়াজ উঠতে শুরু করেছে। দেশের অন্যতম প্রধান পেঁয়াজের হাট ঝিনাইদহের শৈলকুপায় পাইকারি প্রতি কেজি মুড়িকাটি পেঁয়াজ ৭৫ টাকা থেকে ৮০ টাকা দরে বিক্রি হয়। আর নতুন ওঠা হালি পেঁয়াজ ১০০ টাকা থেকে ১০২ টাকা কেজি দরে বিক্রি হয়।
ঝিনাইদহের শৈলকুপার সোন্দাহ গ্রামের চাষি হাবিবুর রহমান জানান, গত বছর সাড়ে পাঁচ বিঘাতে পেঁয়াজ চাষ করেন। বিঘাপ্রতি ৮০ মণ করে ফলন হয়েছিল। এবারো সাড়ে পাঁচ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন তিনি।
শৈলকুপা উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার কুন্ডু বলেন, এ উপজেলায় ৭ হাজার ১০০ হেক্টরে পেঁয়াজ চাষ হয়েছে। এবার ১ লাখ ৪০ হাজার টন পেঁয়াজ উৎপাদন হতে পারে।
আনন্দবাজার/ডব্লিউ এস/বি ইউ