শীতের শেষেও নাগালে আসছে না সবজির দাম। এখন ছোট একটি লাউও বিক্রি হচ্ছে ৮০ টাকায়। মাঝারি আকারের প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ টাকার বেশি দামে।
পেঁয়াজ, রসুন, তেল, আদা, চিনি, দারুচিনি, এলাচি ও শুকনা মরিচেও খোঁজ নেই স্বস্তির।
এখন কেজিপ্রতি টমেটো বিক্রি হচ্ছে ৫০ টাকায়। বেগুন কেজিপ্রতি ৮০ টাকা, কাঁচা পেঁপে কেজিপ্রতি ৪০ টাকা, শিম কেজিপ্রতি ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া করলা ৮০ টাকা কেজি ও বরবটি ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
সবাইকে ছাড়িয়ে শীর্ষে আছে লাউ। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। এ প্রসঙ্গে কারওয়ান বাজার সবজি ব্যবসায়ী আমিনুল হক বলেন, বাজারে বেগুন ও লাউ চাহিদার তুলনায় কম। ফুলকপি-বাঁধাকপি ততটা বেশি আসছে না যে দাম তলানিতে নামবে। রাস্তায়ও খরচ অনেক।
আনন্দবাজার/ টি এস পি