ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে আরো দুই বাংলাদেশি করোনায় আক্রান্ত

সিঙ্গাপুরে আরও দুই বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত  হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ তথ্য জানিয়েছে।

এর আগে সিঙ্গাপুরে আরও দুই বাংলাদেশির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তাদের মধ্যে প্রথম ব্যক্তি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। জানা যায় প্রথম যিনি শনাক্ত হয়েছিলেন, দ্বিতীয় শনাক্ত হওয়া ব্যক্তি তার সংস্পর্শেই ছিলেন।

এর আগে আরো দুই বাংলাদেশির করেনা ভাইরাস আক্রান্ত শনাক্ত করা হয়। এদের মধ্যে প্রথম ব্যক্তি আইসিইউতে চিকিৎসাধীন। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, প্রথম যিনি শনাক্ত হয়েছিলেন, দ্বিতীয় শনাক্ত হওয়া ব্যক্তি তার সংস্পর্শেই ছিলেন।

অপরদিকে এই দুই রোগীর সংস্পর্শে ছিলেন এমন ১৯ জনকে কোয়ারেন্টাইনে রেখেছে সিঙ্গাপুর সরকার। এর মধ্যে ১০ জনই বাংলাদেশি।

আইইডিসিআর’র পরিচালক বলেন, ওখানে কাজ করতেন ওখান থেকেই তারা আক্রান্ত হয়েছেন। ওখানে আরো কয়েকজন আক্রান্ত হয়েছে। এটা নিশ্চিত তারা সিঙ্গাপুর থেকেই আক্রান্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত ৬১ জনের নমুনা পরীক্ষা হয়েছে যাদের কারো মধ্যেই করোনার উপস্থিতি নেই বলে নিশ্চিত করেছে আইইডিসিআর।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন