ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত সন্দেহে গুলি করে হত্যা!

সন্দেহভাজন করোনা আক্রান্ত ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে উত্তর কোরিয়া। দেশটির গণমাধ্যম জানিয়েছে, গণ-শৌচাগার ব্যবহার করায় করোনা বিস্তারের ঝুঁকি বিবেচনা করে তাকে সর্বোচ্চ শাস্তি দিয়েছে উত্তরের প্রশাসন।

দক্ষিণ কোরিয়ার দৈনিক ডং-এ ইলবো এক প্রতিবেদনে বলছে, গণ-শৌচাগারে যাওয়ার কারণে করোনাভাইরাস বিস্তারের আশঙ্কায় ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাৎক্ষণিকভাবে গুলি করে হত্যা করা হয় ঐ ব্যাক্তিকে। সম্প্রতি চীন ভ্রমণ করে দেশে ফেরার পর ওই ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছিল। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসের প্রকোপ মোকাবেলায় পূর্ব-সতর্কতা হিসেবে প্রেসিডেন্ট কিম জং উন উত্তর কোরিয়ায় সামরিক আইন জারি করেছেন।

শরীরে করোনাভাইরাসের উপস্থিতি না পাওয়া গেলেও চীনাদের সঙ্গে সম্পর্ক আছে অথবা সম্প্রতি চীন ভ্রমণ করেছেন এমন সকল ব্যক্তিকে আইসোলেশনে রাখার নির্দেশ দিয়েছেন কিম জং উন। শীর্ষ নেতার এমন নির্দেশ যারা অমান্য করে অনুমোদন ছাড়া কোয়ারেন্টাইন থেকে বের হলে যে কাউকে সামরিক আইনে শাস্তির মুখোমুখি হতে হবে বলে ডিক্রি জারি করা হয়েছে দেশটিতে।

এদিকে, চীন ভ্রমণ শেষে কর্তৃপক্ষের নজর এড়িয়ে বাড়িতে যাওয়ার চেষ্টা করায় এক ব্যক্তিকে নির্বাসনে পাঠিয়েছে পিয়ংইয়ং।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন