ঢাকা | শনিবার
৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বসন্তের ভালবাসা

বসন্ত বাতাসে লেগেছে ভালবাসার রঙ
চোখ মেলে দেখি প্রকৃতির অপরুপ ঢঙ।

বনে বনে তরুলতার উল্লাস
কোকিলের কুহু কুহু তানে
গাছে গাছে নতুন পাতার আগমন
আম্রকাননে মুকুলের ঘ্রাণ।

আজি বসন্ত জাগ্রত দ্বারে
ফুলে ফুলে, নবীন পল্লবে চঞ্চল শিহরণে
দূরন্ত প্রজাপ্রতি দোল খায় মাতাল সমীরণে
মৌমাছি ছুটে মধু আহরণে।

গগনে মেঘেরা ওড়ে নতুন কলেবরে
দিগন্তের অন্তিম সীমান্তে নীল সবুজ খেলে হোলি
ব্যস্ত জীবনে বাজে মিলনের ধ্বনি
কবির শাব্দিক ছন্দময়তায় নীরবতা ভেঙ্গে
জেগে ওঠে প্রিয়া
নিজেকে সাজায় সে ভালবাসার রঙে

রক্তিম লালিমা নিয়ে জেগে ওঠে সূর্য
বাতাসজুড়ে ভেসে বেড়ায় ভালবাসার মিষ্টি গন্ধ।

চারুকলার বকুল তলা, একুশের বই মেলা
মুখরিত নবীণ প্রাণের জোয়ারে
নব প্রাণ, নব উদ্যোমে
মিশে গেছে নীল নীলিমায়।

আজ বসন্তের ভালবাসা
হলুদ গাঁদা, লাল গোলাপে
সাজুক তারুণ্য সারাবেলা।

-মুনির আহমদ

 

তারিখ: ১৩/০২/২০২০.

সংবাদটি শেয়ার করুন