৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুসারে প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা ছিল এ বছরের মার্চে। কিন্তু এ পরীক্ষা মার্চে না হয়ে এপ্রিল মাসে হবে বলে জানা গেছে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, আগে ৩৮তম বিসিএসের ফল প্রকাশের চেষ্টা করব। এরপর ৪১তম বিসিএসের পরীক্ষা নেওয়া হতে পারে।
জানা যায়, ৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষে ওই পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণার অপেক্ষায় আছে পিএসসি। এরপরেই ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেবে কমিশন।
আনন্দবাজার/ টি এস পি


