বসন্ত এসে গেছে। আগামী কাল ফুটে উঠবে বাঙালির মনে বসন্তের ছোঁয়া। সবাই অপেক্ষায় আছে বসন্তকে আগমন জানানোর। চারিদিকে চলছে বসন্তের সাজের আমেজ। কে কেমন ভাবে সাজবে সে নিয়েই চলছে সবার মাঝেই উত্তেজনা।
দেশীয় পোশাকের সাথে সাজটাও দেশীয় হওয়া উচিত। তাহলে সাজটাও হবে মানানসই। ফালগুনের সাজে বাঙালি নারীরা শাড়িকেই বেশি প্রাধান্য দেয়। যেহেতু দিনের বেলাতেই অনুষ্ঠান হয় তাই সাজটা একটু হালকা হলেই ভাল হয়। কারণ বেশি মেকআপ করে রোদে গেলে কিছুক্ষণ পর ত্বক কালো হয়ে যায়।
শাড়ির সাথে চুলে খোঁপা করে সাথে ফুল জড়িয়ে নিলে ভাল লাগবে। এক্ষেত্রে গাঁদা, গোলাপ, যারবারা, রজনীগন্ধা, কাঠবেলী ইত্যাদি ফুলগুলো বেছে নিলে ভালো লাগবে। তবে শাড়ির সাথে বাঙালি সাজে টিপ ভালো মানায়।
আরও পড়ুন : দেশের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
শাড়ির সাথে আকর্ষণীয় লাগবে ম্যাচিং করে গহনায় কাঠের দুল, ঝুমকো এই জাতীয় গহনা ভালো মানাবে। তবে বাঙালির সাজে কাঁচের চুড়িতো না পড়লেও নয়। কালারফুল কাঁচের চুরিতে মেয়েদের হাত ছুয়ে যায় বসন্তের পরশ।
তবে মেয়েদের মত ছেলেদের এত ভারী সাজ গোঁজ না থাকলেও তারাও কম যান না। ছেলেরা এই দিনে চেলেরা বেশি প্রাধান্য দেয় পাঞ্জাবিকে। তবে অনেকেই আবার ফতুয়াও পড়েন। তাছাড়া হলুদ ছাড়াও যে কোনো উজ্জ্বল রঙের পাঞ্জাবি বা ফতুয়া বেশ মানিয়ে যায় প্রিয়জনের পোশাকের সাথে। তাই দিনটি আনন্দে বরণ করুন নিজেকে ফাগুনের সাজে সাজিয়ে।
আনন্দবাজার/ এইচ এস কে