কিছুদিন আগে হুয়াওয়েকে নিষিদ্ধ বলে ঘোষনা করেছিল যুক্তরাষ্ট্র। তবে হুয়াওয়েকে কেনো নিষিদ্ধ করা হয়েছিল এর উত্তর দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, বিশ্বজুড়ে ফোরজির টাওয়ার স্থাপনের মাধ্যমে মোবাইল ডেটার উপর নজরদারি চালিয়েছে হুয়াওয়ে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রবার্ট ও ব্রিয়েন জানান, যেসকল যন্ত্রাংশ হুয়াওয়ে বিক্রি করে অথবা দেখাশোনা করে সেগুলো থেকে গোপনে তথ্য হাতিয়ে নেওয়ার সক্ষমতা হুয়াওয়ের রয়েছে। এ সংক্রান্ত প্রমাণও আছে। তিনি আরও বলেন, হুয়াওয়ের সক্ষমতা সম্পর্কে টেলিকম কোম্পানিগুলোর কোনো ধারণাই নেই।
এখন পর্যন্ত হুয়াওয়ে কোনো ডেটা হাতিয়ে নিয়েছে কিনা তা অবশ্য খোলাসা করেনি যুক্তরাষ্ট্র।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছে হুয়াওয়ের সিকিউরিটি চিফ অ্যান্ডি পার্ডি। তিনি জানান, এ অভিযোগ আমরা জোরালোভাবে নাকোচ করছি। এমন সক্ষমতা আমাদের নেই। কখনওই আমরা অনৈতিকভাবে গ্রাহকদের তথ্য বা ডেটা নেইনি।
আনন্দবাজার/এফআইবি
