ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খাদ্যে ভেজাল প্রতিরোধে প্রতি উপজেলায় কমিটি গঠন করুন- খাদ্যমন্ত্রী

খাদ্যে ভেজাল প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কৃষকরা যাতে ধানের ন্যায্য মূল্য পায় সেজন্য ব্যব¯’া নিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষকদের কল্যাণে বর্তমান সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। খাদ্য মন্ত্রী আরও বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষকরা যাতে বঞ্চিত না হয় সেদিকে সর্বো”চ খেয়াল রাখতে হবে।

বুধবার পটুয়াখালীর দুমকি উপজেলায় ৫৬৭ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে ১ একর জমির ওপর প্রায় ০৫ কোটি টাকা ব্যয়ে এক হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন খাদ্যগুদাম উদ্বোধন পরবর্তী এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দুমকি খাদ্যগুদাম কে পেডি সাইলো খাদ্য গুদামে উন্নীত করা করা হবে। এসময় তিনি খাদ্যে ভেজাল রোধে সর্বো”চ ব্যব¯’া নিতে ¯’ানীয় প্রশাসনকে নির্দেশ দেন ।

দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-অর- রশীদ হাওলাদারের সভাপতিত্বে জণাকীর্ন এ নাগরিক সমাবেশে আরও বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মাৎ নাজমানারা খানুম, বরিশাল বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক মোঃ ফারুক হোসেনসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সুবিধাভোগী কৃষক-কৃষানী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিবৃন্দ উপ¯ি’ত ছিলেন।

 

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন