বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাধারণ বিমা করপোরেশন ‘বঙ্গবন্ধু সুরক্ষা বিমা’, নামে নতুন একটি পলিসি চালু করছে। যার মেয়াদ হবে এক বছর। মাত্র ১১৫ টাকায় পলিসিটি করা যাবে। ১১৫ টাকার মধ্যে ১০০ টাকা প্রিমিয়াম আর ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে ভ্যাট।
এই সংক্রান্ত একটি প্রস্তাবনা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে জমা দিয়েছে এসবিসি। আইডিআরএ চূড়ান্ত অনুমোদন দেওয়ার পর সাধারণ বিমা করপোরেশন কার্যক্রম শুরু করবে।
এসবিসির তথ্য অনুসারে, বর্তমানে প্রতিষ্ঠানটিতে পিপলস পলিসি অফ এক্সিডেন্ট (পিপিএ) নামে একটি বিমা আছে। সেই পলিসির ক্ষতিপূরণ হচ্ছে সর্বোচ্চ ১ লাখ টাকা। তার জন্য ৬০ টাকা প্রিমিয়াম এর সাথে ৯ টাকা ভ্যাটসহ মোট ৬৯ টাকা প্রিমিয়াম দিয়ে এই বিমাটি করতে পারছেন।
সেই বিমার আদলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০ টাকার প্রিমিয়াম নিয়ে ২ লাখ টাকার বিমার অংক ধরে প্রস্তাবনা দেয়া হয়েছে। কেউ এই বিমা সেবা গ্রহণ করে মৃত্যুবরণ করলে তার ক্ষতিপূরণ হবে ২ লাখ টাকা। বিমাকারী কোনো দুর্ঘটনায় আক্রান্ত হয়ে অঙ্গহানি হলেও ক্ষতিপূরণ পাবেন। একটি অঙ্গহানি হলে ৫০ হাজার টাকা আর দুটি অঙ্গহানি হলে ১ লাখ টাকা ক্ষতিপূরণ পাওয়া যাবে।
আনন্দবাজার/এফআইবি