“কৃষিই সমৃদ্ধ” এই পতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে ২০১৯-২০ অর্থ বছরে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষি প্রশিক্ষণ প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক-কৃষানী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আধুনিক ও নিরাপদ প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি এবং কৃষিতে জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন কৌশল এর বিষয়ে উপজেলা এনএটিপি প্রশিক্ষণ হলরুমে দিনব্যাপী প্রশিক্ষণে ৩০জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।
বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যেগে আয়োজিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (উদ্যান) হাবিবুল ইসলাম খাঁন, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শেখ মুহাম্মাদ মামুর রশিদ সহ নাটোর জেলা উদ্যান তত্ত¡রা উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/শহক