ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্যান্সার আক্রান্ত বাবার শেষ ইচ্ছা, মেয়ের বিয়ে হাসপাতালে

প্রত্যেক মানুষেরই মৃত্যুর সময় কোন না কোন শেষ ইচ্ছা থাকে। তেমনি হাসপাতালে মেয়েকে বিয়ে দিয়ে নিজের শেষ ইচ্ছা পূরণ করলেন ক্যান্সার রোগী সন্দীপকুমার। এবং অস্ত্রোপচারের আগ মুহূর্তে মেয়ের রেজিস্ট্রির প্রশংসাপত্রে সই করেন তিনি নিজেই।

জানা যায়, দীর্ঘ নয় বছর যাবত ক্যানসারের সাথে যুদ্ধ করে জীবনের দাড় প্রান্তে দাঁড়িয়েছেন সন্দীপ। বাঁচার ক্ষীণ আশা নিয়ে আজ সন্ধ্যায় অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। এমন সন্ধিক্ষণে মেয়েকে বিয়ে দেওয়ার আবদার করে বসেন তিনি। তার এই ইচ্ছা পূরণ করার জন্যই হাসপাতালেই মেয়ের বিয়ের ব্যবস্থা করা হয়। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ায়।  আর এই বিয়ের সম্পূর্ণ ব্যবস্থা করে দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বেশ প্রশংসা কুড়িয়েছে।

আরও পড়ুন : বেড়ে চলেছে রাজস্ব আদায়ে ঘাটতি

মেয়ে দিওতিমা জানান, এ এক অদ্ভুত অনুভূতি। আমাদের নতুন জীবন শুরু হল অথচ বাবার জীবন শেষের পথে। চিকিৎসায় আর সাড়া দিচ্ছেন না। শুধু আমাদের একসাথে দেখার অপেক্ষায় মনের জোরে লড়াই করে গেছেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের জন্যই আমার বাবার শেষ ইচ্ছাটি পূরণ করতে সক্ষম হয়েছি।

মেয়ের জামাই সুদীপ্ত জানান,  গত কয়েক বছর ধরে ওনার লড়াই দেখছি। এর আগে এমন মনের জোর কারও দেখিনি। হাসপাতাল থেকে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন।

আনন্দবাজার/ এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন