ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ছে বাণিজ্যিকভাবে ফুল চাষ

ঠাকুরগাঁও ও চাঁদপুরে বাণিজ্যিকভাবে ফুল চাষ শুরু হয়েছে। বিভিন্ন উপলক্ষ্যে এসব ফুল ভালো দামে বিক্রি হওয়ায় বাড়ছে ফুল চাষি ও চাষের পরিমাণ।
ঠাকুরগাঁওয়ের জেলার নারগুন, বেগুন বাড়ি আশ্রম পাড়া, আকচাসহ বিভিন্ন জায়গায় বাণিজ্যিকভাবে গোলাপ, রজনীগন্ধা, গাদা, গ্লাডিওলাসসহ চাষ করা হয় নানা জাতের ফুল।

অন্যসব ফসলের তুলনায় ফুল চাষ সহজ এবং বীজ বপনের ৩ মাস পর থেকেই ফুল সংগ্রহ করা যায়।পাশাপাশি দাম ভালো পাওয়া যাচ্ছে বলে লাভবান হচ্ছেন চাষিরা। বাণিজ্যিকভাবে ফুল চাষ সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ।

ফুল চাষের মাধ্যমে বেকারত্ব ঘুচাতে এলাকার যুবকদের উৎসাহিত করার পাশাপাশি সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ।

আনন্দবাজার/তাঅ

সংবাদটি শেয়ার করুন