কোরনা ভাইরাস মোকাবেলায় একের পর এক নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে চীন সরকার। এবার চীনের তিনটি শহরে জ্বর ও কাশির ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।
অসুস্থরা যাতে বাড়িতে ওষুধ না সেবন করে হাসপাতালে ভর্তি হন তাই এমন পদক্ষেপ নিয়েছে চীন কর্তৃপক্ষ। কেননা হাসপাতালে ভর্তি হলে তারা করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষা করা যাবে, যে ভাইরাস ইতোমধ্যে দেশটির হাজারো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি চীনের ঝেঝিয়াং প্রদেশের রাজধানী শহর হাংঝুর খুচরা বিক্রেতা ও ফার্মেসি মালিকদের ১০৬ ধরনের ওষুধ বিক্রি বন্ধ করার নির্দেশ দেয়, যেসব ওষুধ মূলত জ্বর-কাশিসহ এ জাতীয় রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়।
আনন্দবাজার/এফআইবি