বৃষ্টির ফোঁটা থেকে বিদ্যুৎ উৎপাদন এমনটাই সম্ভব বলে জানিয়েছেন একদল গবেষক। তারা এমন একটি জেনারেটর তৈরি করেছেন যা বৃষ্টির পানির ফোঁটার মাধ্যমে হাইভোল্টেজের বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এক ফোঁটা বৃষ্টির পানি থেকেই ১৪০ ভোল্টের বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়। একইসাথে এই ভোল্টের বিদ্যুৎ দিয়ে ১০০টি এলইডি বাল্ব জ্বালানো যাবে।মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর ওয়াং জুয়ানকাই জানান, ১০০ মাইক্রোলিটারের এক ফোঁটা বৃষ্টির পানি ৬ ইঞ্চি উপর থেকে পড়লে ১৪০ ভোল্টের বিদ্যুৎ উৎপাদন যে সম্ভব তা গবেষণায় প্রমাণ হয়েছে।
গবেষকরা গত দুই বছর যাবৎ একটি ড্রপলেটভিত্তিক ইলেক্ট্রিসিটি জেনারেটর (ডিইজি) তৈরি করেন। আর এতে ফিল্ড ইফেক্ট ট্রানজিটরের মতো একটি কাঠামো আছে যা শক্তির রূপান্তর ঘটায় ও তাৎক্ষণিকভাবে শক্তির ঘনত্ব হাজার গুণ বৃদ্ধি করে।বৃষ্টির পানি থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলেও নিরবিচ্ছিন্নভাবে তা কাজে লাগানো যাবে কিনা তা নিয়ে অবশ্য প্রশ্ন আছে। সিটি ইউনিভার্সিটি অব হংকংয়ের ওয়াং জুয়ানকাই ব্যাতীত গবেষণা দলটিতে ছিলেন ইউনিভার্সিটি অব নেব্রাস্কা-লিংকনের প্রফেসর শিয়াও চেং, বেইজিং ইনস্টিটিউটের প্রধান বিজ্ঞানী ওয়াং ঝং লিন। তাদের গবেষণাপত্রটি জার্নাল ওয়েবসাইট নেচারে প্রকাশিত হয়েছে।
আনন্দবাজার/এফআইবি