চীনে করোনাভাইরাস সমস্যাটি যদি দীর্ঘমেয়াদি হয় তাহলে এর প্রভাব দেশের বাজারেও পড়ার আশঙ্কা আছে। তাই এমন পরিস্থিতি মোকাবিলায় সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে বিকল্প বাজারে নজর রেখেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ-কানাডা বাণিজ্য সম্পর্কিত বিষয়ে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
টিপু মুনশি বলেন, বর্তমানে যে পরিমাণ পেঁয়াজ আমদানি কার হচ্ছে, এতে করে এখন যদি চায়না থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হলেও তেমন সমস্যা হবে না। এছাড়াও আদা-রসুনসহ অন্যান্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে চায়নার বিকল্প বাজারে নজর রাখছে সরকার।’
বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের অনেক আইটেম আছে যেগুলো আমদানির জন্য আমরা চায়নার ওপর নির্ভরশীল। বিশেষ করে রেডিমেট গার্মেন্টসের অধিকাংশ ফেব্রিকস চায়না থেকে আসে। তবে এখনও বলার সময় হয়নি যে কী পরিমাণ ক্ষতি হতে পারে।
আনন্দবাজার/এম.কে