ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথমবারের মতো ইংরেজী ছাপিয়ে অস্কার পেল কোরিয়ান ছবি

চলতি বছরের অস্কারে ইতিহাস গড়ল দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘প্যারাসাইট’। কেননা এই প্রথম ইংরেজিকে ছাপিয়ে অন্য কোনো ভাষার সিনেমা পেল সেরা চলচ্চিত্রের পুরস্কার।

সোমবার (১০ ফেব্রুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে রবিবার রাত আটটায় (বাংলাদেশ সময় সকাল ৭টা) শুরু হয় অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯২ তম আসর। এই আসরে সেরা চলচ্চিত্র হিসেবে ‘প্যারাসাইট’-এর নাম ঘোষণা করা হয়।

এছাড়া অস্কারের সেরা নির্মাতার পুরস্কারও পেয়েছেন প্যারাসাইটের পরিচালক বং জুন হো। পাশাপাশি সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম এবং মৌলিক চিত্রনাট্যের দুটো অস্কারও রয়েছে প্যারাসাইটের দখলে।

গতবারের ধারা অনুসরণ করে এবারও অস্কারের আসরে কোনো হোস্ট ছিল না। ফলে এর বদলে ‘ডাবল হোস্ট’ পেয়েছে এবারের আসর। অস্কারের সাবেক দুই হোস্ট স্টিভ মার্টিন এবং ক্রিস রক মঞ্চে এসে পুরস্কার বিতরণীর কথা বলেন। এরপর একে একে অন্য সেলিব্রেটিরা বিভিন্ন বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন