ঢাকা | শনিবার
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশ থেকে ডিম আমদানির অনুমতি দেওয়া হবে না

এ দেশে পর্যাপ্ত পরিমান ডিমের উৎপাদন থাকার কারণে বিদেশ থেকে ডিম আমদানির অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো: আশরাফ আলী খান।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ই-সেবা কার্যক্রম চালুকরণ’ প্রকল্পের আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, এই মুহূর্তে বিদেশ থেকে ডিম আমদানি করার কোন প্রয়োজন নেই। যদি বিদেশ থেকে ডিম আমদানি করা হয় তাহলে দেশের পোল্ট্রি শিল্প ধ্বংসের মুখে পড়বে।

কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব সুবোল বোস মনি, অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থাপ্রধানগণ উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন