চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে মরণব্যধি করোনাভাইরাসে কমপক্ষে ৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছে বলে ধারণা করছে যুক্তরাজ্যের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন।
লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকরা বলছেন, করোনাভাইরাসের জন্মস্থান উহানের অনেক বাসিন্দা সংক্রমিত হলেও তারা তা জানেন না। যে কারণে আগামী দিনগুলোতে উহানে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটিতে ছাড়িয়ে যেতে পারে।
প্রত্যেকদিন যে হরে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে তা মহামারি-সংক্রান্ত বিদ্যার গাণিতিক মডেলের ওপর ভিত্তি করে সেই সংখ্যা, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশাল আকার ধারণ করতে পারে বলে জানিয়েছে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকরা।
লন্ডন স্কুলের সংক্রামক ব্যাধি মহামারি বিষয়ের সহযোগী অধ্যাপক অ্যাডাম কুচারস্কি বরেন, বর্তমান প্রবণতা ধরে নিয়ে আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শেষের দিকে উহানে, প্রত্যেক ২০ জন মানুষের মধ্যে একজন নতুন করে আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে।
এদিকে, আজ সোমবার এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ১৭১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৬ হাজার ৫০০ জনের গুরুতর অবস্থা বিরাজ করছে। এছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯১০ জনের প্রাণহানি ঘটেছে।
আনন্দবাজার/এম.কে