ঢাকা | শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

হোম ডেলিভারি দিবে চালকবিহীন গাড়ি

বর্তমান যুগে প্রযুক্তির কল্যাণে গতি এসেছে মানুষের জীবনে। আর এই গতিকে এবার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য স্বচালিত হোম সার্ভিসের চিন্তা করছেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিদরা। এরই মধ্যে পরীক্ষামূলক রাস্তায় স্বচালিত গাড়ি চালানোর জন্য অনুমতি পেয়েছে দেশটির একটি কোম্পানি।

স্বচালিত এই গাড়িতে কোনো স্টিয়ারিং হুইল কিংবা ব্রেক কষার কোনো প্যাডেল থাকবে না। এমনকি কোনো সাইডমিররও থাকবে না। আর এ গাড়িটি হোম ডেলিভারি সার্ভিস চালু করতে তৈরি করেছে নিউরো নামের একটি কোম্পানি।

স্বচালিত এই গাড়িটির নাম দেওয়া হয়েছে আর-টু। এটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে পরীক্ষা করা হবে। চালকবিহীন এ গাড়িতে মানুষের বসার কিংবা চালানোর কোনো ধরনের ব্যবস্থা রাখা হয়নি। তবে এর আগে চালকবিহীন যতো গাড়ি চালু করা হয়ে ছিলো তাতে বসার কিংবা চালানোর ব্যবস্থা রাখা হয়ে ছিলো।

আর-টু গাড়িটি সেদিক থেকে একেবারেই ব্যতিক্রম। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী এলেইন চাও জনিয়েছেন, যেহেতু গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় মাত্র ২৫ মাইল রয়েছে, তাই এ ধরনের নিয়ম এই গাড়িটির ক্ষেত্রে প্রয়োগ করার কোনো মানে হয় না। এই আর-টু কখন কোথায় পরীক্ষা করা হচ্ছে তা সেখানকার লোকজনকে জানাতে হবে।

নিউরোর অন্যতম প্রতিষ্ঠাতা ডেভ ফারগুসন জানান, নিরাপদে ব্যবহারের জন্য স্বচালিত গাড়ির প্রযুক্তি নিয়ে যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে। সব থেকে বড়ো কথা হচ্ছে স্বচালিত গাড়িতে হোম সার্ভিস চালু হলে ডেলিভারি চার্জও কমে আসার সম্ভাবনা আছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন