ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দুই পুঁজিবাজারেই বড় দরপতন

চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে বড় দরপতন হয়েছে দেশের প্রধান দুই পুঁজিবাজারে। ব্যাংক, প্রকৌশল এবং ওষুধ রসায়ন খাতসহ বেশির ভাগ কোম্পানিরই কমেছে শেয়ারের দাম। একই সঙ্গে কমেছে সূচক ও লেনদেনও। এ নিয়ে দরপতন হয়েছে টানা তিন কার্যদিবসে।

আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্যদিয়ে দিনের লেনদেন শুরু হয়েছে। যা কিনা লেনদেনের শেষ সময় পর্যন্ত অব্যাহত ছিলো। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক গত দিনের তুলনায় ৬৪ পয়েন্ট কমে ৪ হাজার ৩৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক গত দিনের তুলনায় ১৩১ পয়েন্ট কমে ১৩ হাজার ৪১১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৪ লাখ ১ হাজার টাকা।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন