ভারতের পাঞ্জাবের তারান জেলায় আতশবাজির আগুন থেকে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) একটি ধর্মীয় অনুষ্ঠানে আতশবাজি থেকে আগুন লেগে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪-১৫ জন নিহত হয়েছেন এবং নিহতদের মধ্যে অধিকাংশের বয়স ১৮-১৯ এর মধ্যে বলে জানিয়েছে পাঞ্জাব পুলিশ।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাক্টর ট্রলিতে করে আতশবাজি নিয়ে আসার সময় ধর্মীয় অনুষ্ঠান চলছিল। এ সময় হঠাৎ করেই আতশবাজির আগুন ট্রাক্টরে গিয়ে পড়ে আর বিস্ফোরণের ঘটনা ঘটে।
আনন্দবাজার/এম.কে