ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বেসিস সফট এক্সপো’তে তৃতীয় দিনেও দর্শনার্থীদের ভিড়

রাজধানীতে তৃতীয় দিনের মত চলছে বেসিস সফট এক্সপো-২০২০ মেলা। শনিবার ৮ ফেব্রুয়ারি সকাল থেকেই রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় কেন্দ্রে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মত।

‘ট্রান্সফর্মিং লাইফ থ্রু ইনোভেশন’ স্লোগানে বেসিসের আয়োজনে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয় দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সবচেয়ে বড় এ মেলা। ১৬তম বেসিস সফটএক্সপো-২০২০ এর প্রদর্শনী চলবে ৬ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৪ দিনব্যাপী। প্রথমবারের মতো এই মেলায় অংশগ্রহণ করেছে ৩ শতাধিক প্রতিষ্ঠান।

এবারের আয়োজনকে দক্ষিণ এশিয়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সবচেয়ে বড় প্রদর্শনী হিসেবে অভিহিত করা হচ্ছে। দেশের সফটওয়্যারের নিজস্ব চাহিদা পূরণে সক্ষমতা প্রদর্শন এবং আস্থা তৈরির লক্ষ্যে দেশের সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোকে আরও সম্প্রসারণে এই মেলার আয়োজন করা হয়।

এবারের প্রদর্শনী এলাকার ১০টি জোনের মধ্যে ইন্ডাস্ট্রি ৪.০ জোন এবং এক্সপেরিয়েন্স জোনে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরা হয়েছে। এছাড়া ভ্যাট, ডিজিটাল এডুকেশন, ফিনটেক, উইমেন, সফটওয়্যার সেবা প্রদর্শনী, উদ্ভাবনী মোবাইল সেবা, ডিজিটাল কমার্স, আইটিইএস ও বিপিও নামের ভিন্ন ভিন্ন জোন গুলোতেও সংশ্লিষ্ট খাতের উন্নয়ন চিত্র তুলে ধরা হয়েছে।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন