থাইল্যান্ডের কোরাট শহরে প্রকাশ্যে এক সেনাকর্মকর্তার এলোপাতাড়ি গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আবুধাবি ভিত্তিক গণমাধ্যম দ্য ন্যাশনাল এ তথ্য জানিয়েছে।
আজ শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তর-পূর্বে কোরাট শহরে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, এ ঘটনায় অনেক মানুষ আহত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবিসি কে বলেছেন, জাকরাপান্থ থোমমা নামের ওই জুনিয়র অফিসার তার কমান্ডিং অফিসারের ওপর প্রথমে হামলা চালায়। এরপরে একটি সামরিক ক্যাম্প থেকে একটি বন্দুক ও গোলাবারুদ চুরি করে থোমমা। এই সেনাসদস্য এরপরে শহরের একটি বৌদ্ধ মন্দির ও একটি শপিং সেন্টারে বন্দুক হামলা চালায়।
আনন্দবাজার/এম.কে