ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মাত্র ১২ দিনে হাসপাতাল তৈরি করলো চীন

করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য চীনে মাত্র ১২ দিনের ব্যবধানে দ্বিতীয় হাসপাতালটি তৈরি করা হলো। ভাইরাসের কেন্দ্রস্থল উহানের লেইশেনশান হাসপাতালটি এখন রোগীদের অপেক্ষায়। হাসপাতালটি আজ থেকে কার্যক্রম শুরু করবে। খুব অল্প সময়ে নির্মিত এই হাসপাতালে মোট ১২টি ওয়ার্ড রয়েছে যেখানে শয্যা সংখ্যা দেড় হাজার। করোনা আক্রান্ত রোগীদের ঠিকমত চিকিৎসা সেবা দেয়ার জন্য হাসপাতালটি তৈরি করা হয়েছে।

গত ২ ফেব্রুয়ারি উহানের মেয়র জহু জিনওয়াং হিউশেনশান নামের প্রথম হাসপাতালটি তৈরি করা হয় মাত্র ১০ দিনে। দেশটির সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে হাসপাতালটি। হাসপাতালটি এক হাজার জনের জন্য শয্যা ব্যবস্থা নিয়ে রোগীদের সেবা দিয়ে যাচ্ছে।

অন্যদিকে ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় উহানের একটি উন্মুক্ত স্থল, একটি স্টেডিয়াম এবং একটি প্রদর্শনী কেন্দ্রকে হাসপাতালে রূপান্তর করার কাজ চলছে জোড়েসরেই। স্থানগুলো উহানের দনজিয়ু, উচেং ও জিয়ানগেন জেলায় অবস্থিত।

এখন পর্যন্ত করোনা ভাইরাসে চীনের হুবেই প্রদেশে ৭২২ জনের মৃত্যু হয়েছে। চীনের হুবেই প্রদেশ ও বিভিন্ন এলাকায় এই পর্যন্ত ৩৪ হাজার ৫৪৬ জন আক্রান্ত হয়েছে। সংক্রামক ভাইরাসটি এরইমধ্যে আরও ২৫টি দেশে ছড়িয়ে পড়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে তিনশতাধিক মানুষ।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন