ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পুড়িয়ে ফেলা হচ্ছে করোনায় আক্রন্ত মরাদেহ

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করেছে। প্রাণঘাতী এই ভাইরাসের প্রভাবে উহানসহ বহু শহরকে অবরুদ্ধ করে দিয়েছে চীন। আর এমন ভয়াবহ পরিস্থিতিতে করোনাভাইরাসে আক্রন্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের পুড়িয়ে ফেলছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর: ডেইলি মেইল।

আর এতে করে সব চেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্মশানকর্মীরা। কারণ তাদের রীতিমতো ২৪ ঘণ্টাই এখানে মরদেহ পোড়াতে হচ্ছে। তাই সংক্রমণের ভয়ে খুবই সতর্কভাবে তাদের এই কাজ করতে হচ্ছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বলেছে, করোনাভাইরাসে আক্রন্ত হয়ে যারা মারা যাচ্ছে তাদের মরদেহ অবশ্যই পুড়িয়ে ফেলতে হবে। আর এ কারণেই দিনরাত কাজ করতে হচ্ছে শ্মশানকর্মীদের। এছাড়াও বিভিন্ন হাসপাতাল ও বাড়িঘর থেকে আক্রান্ত ব্যক্তিদের মৃতদেহ সংগ্রহ করছে তারা।

উহান শহরের ইউন নামের এক শ্মশানকর্মী জানান, প্রতিদিন কমপক্ষে ১০০টি মরদেহ পোড়াচ্ছে এখানকার শ্মশানকর্মীরা। গত ২৮ জানুয়ারি থেকে তিনি ও তার প্রায় সব সহকর্মীই প্রতিদিন ২৪ ঘণ্টা করে কাজ করছেন। এমনকি বিশ্রাম নেয়ার জন্য বাড়িও ফিরতে পারছেন তারা।

উল্লেখ্য, চীনসহ বিশ্বের ২২টি দেশে করোনাভাইরাসে আক্রন্ত হয়ে এখন পর্যন্ত ৬৩৮ জনের মৃত্যু হয়েছে এবং এই ভাইরাসে এখন পর্যন্ত ৩১ হাজার ৪৭৮ জন আক্রান্ত হয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন