ঢাকা | শুক্রবার
৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জাপানে প্রমোদতরীতে আরও ৪১ জন করোনায় আক্রান্ত

জাপানের উপকূলে একটি প্রমোদতরীতে আরও ৪১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। ইয়োকোহামা বন্দরের কাছে পৃথক করে রাখা ডাইমন্ড প্রিন্স নামের ওই নৌযানে থাকা ৩৭০০ আরোহীর মধ্যে মোট ৬১ জনের করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।

জানা যায়, দুই সপ্তাহ ধরে এই প্রমোদতরীটি পৃথক করে রাখা হয়েছে। সেখানে প্রথম ৮০ বছর বয়সী এক করোনায় আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া যায়। ওই ব্যক্তি ২০ জানুয়ারি নৌযানটিতে উঠেছিলেন এবং ২৫ জানুয়ারি তিনি হংকংয়ে নেমে যান। কয়েকদিন পরেই তার শরীরে ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

এদিকে হংকংয়ের দ্য ওয়ার্ল্ড ড্রিম নামের একটি প্রমোদতরী পৃথক করে রাখা হয়েছে। নৌযানটির আট জন যাত্রীর শরীরে করোনার অস্তিত্ব পাওয়ার পরই এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

আনন্দবাজার/ টি এস পি 

সংবাদটি শেয়ার করুন