সারা বছরই বিয়ে, জন্মদিন, প্রতিষ্ঠাবার্ষিকীসহ নানা অনুষ্ঠানে প্রয়োজন হয় ফুলের।পাশাপাশি রয়েছে একুশে ফেব্রুয়ারি ও ভালোবাসা দিবসের মতো জাতীয় ও আন্তর্জাতিক উৎসব।সৌন্দর্যের প্রতীক ফুলের চাহিদা থাকে সবসময়ই।
তাই প্রতিবারের মতো এবারও বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে অন্তত দুই কোটি টাকা ব্যবসার পরিকল্পনা করছেন ঝিনাইদহের ফুল চাষিরা। এখন ফুল নিয়েই ব্যস্ত সময় পার করছেন তারা।
ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর কর্তৃপক্ষ বলছে, চলতি মৌসুমে জেলায় মোট ২০৪ হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে। এখানকার মাটি ও আবহাওয়া ফুল চাষের উপযোগী হওয়ায় কম খরচে দ্বিগুণ আয় করেন কৃষকেরা। এজন্য জেলায় দিন দিন বাড়ছে ফুল চাষ। বছরের অন্যান্য সময় ফুল চাষিদের আয় কিছুটা কম হলেও বিভিন্ন উৎসব ও দিবসে আয় হয় দ্বিগুণ।
আনন্দবাজার/তাঅ