সম্প্রতি পেঁয়াজ বাজারের অস্থিরতা কিছুটা কমলেও পুরোপুরি শেষ হয়নি এর মধ্যেই দাম বাড়ছে রসুনের। বেশি মুনাফা লোভীদের কারণে সরকারের নানা উদ্যোগও কোনো কাজে আসছে না।
এক সপ্তাহের মধ্যে আমদানি করা রসুনের দাম প্রতি কেজীতে ৫০ থেকে ৬০ টাকা বেড়ে এখন তা ডাবল সেঞ্চুরি পার করেছে। রসুনের পাশাপাশি আদাও বাড়তি দামে বিক্রি হচ্ছে।
রাজধানীর বাজার গুলোতে আমদানি করা চায়না রসুন কেজিতে ৫০ থেকে ৬০ টাকা বাড়িয়ে প্রতিকেজি ২০০ থেকে ২১০ টাকা দরে বিক্রি করা হচ্ছে হচ্ছে। দেশি রসুন ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও সপ্তাহের ব্যবধানে এখন তা বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে। আর প্রতিকেজি নতুন রসুন বিক্রি হচ্ছে ১৬০ টাকা।
আনন্দবাজার/এস.কে