বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহযোগিতায় আরো ১ মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দিবে ইতালি। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে রোমে দ্বিপক্ষীয় বৈঠকে একথা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে।
ইতালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পালাজ্জো চিগিতে এ বৈঠক সম্পন্ন হয়।এরপর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, এক ঘণ্টার বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এবং বিদ্যুৎ ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর কথা জানান জিউসেপ কোঁতে।
ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রীই দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করার পাশাপাশি বর্তমানে দুই দেশের মধ্যে যে অর্থনৈতিক সুসম্পর্ক রয়েছে তাতে সন্তোষ প্রকাশ করেন এবং তারা দুই দেশের সম্পর্ক আরও জোরদারের উপর গুরুত্ব দেন। ইতালি এবং বাংলাদেশ খুব ভালো বন্ধু। স্বাধীনতার পর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া দেশের মধ্যে ইতালি অন্যতম। আমার বিশ্বাস আজকের এই বৈঠক দুই দেশের সম্পর্ককে আরও নতুন ভাবে আবদ্ধ করবে।
আরও পড়ুন : রপ্তানি প্রণোদনা ঘোষণায় বাড়ল চালের মূল্য
২০১৭ সালের আগস্টে প্রায় ৬,৫৫,০০০ থেকে ৭,০০,০০০ রোহিঙ্গা এসে আশ্রয় নিয়েছিল বাংলাদেশের সীমান্তে। কিন্তু তাদের আটকে রাখা বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর পক্ষে কোন ভাবেই সম্ভব হচ্ছিল না। বাংলাদেশে আশ্রয় দেওয়ার পর অনেক সংস্থাই রোহিঙ্গাদের খাবার এবং পোশাক সহযোগিতায় এগিয়ে আসেন।
বর্তমানে বাংলাদেশের পর্যটন জেলা কক্সবাজারে অবস্থান করছেন সব মিলিয়ে ১১ লাখ রোহিঙ্গা।
আনন্দবাজার/ এইচ এস কে