ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চলতি অর্থবছরের রাজস্ব ঘাটতি ১৭৪ কোটি টাকা

দিনের পর দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বেড়েই চলেছে  রাজস্ব ঘাটতি। ২০১৯-২০ অর্থবছরের শুরুতেই স্থলবন্দরটিতে রাজস্ব আদায় লক্ষ্য অনুযায়ী ১৭৪ কোটি ৪ লাখ টাকা কম হয়েছে।

এই ব্যাপারে বিশ্লেষকরা জানান, পূর্ণ স্থলবন্দরের সুবিধা না হওয়া পর্যন্ত তথা সব রকমের পণ্য আমদানি করতে না পারা এবং উচ্চ কর যুক্ত পণ্য কম আমদানি হওয়ায় এ ঘাটতি হয়েছে। তবে স্থলবন্দর কর্তৃপক্ষ বছরের পরের অর্ধে এ ঘাটতি কাটিয়ে উঠার ব্যাপারে আশাবাদীি।

তবে ভোমরা স্থলবন্দরে কাস্টমস রাজস্ব শাখা থেকে পাওয়া তথ্য থেকে জানা যায়, চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম ছয় মাস (জুলাই-ডিসেম্বর) পর্যন্ত রাজস্ব আদায় নির্ধারণ করা হয় ৫৫৯ কোটি ৫৯ লাখ টাকা। কিন্তু এর মধ্যে জুলাইয়ে ৭২ কোটি ৪ লাখ, আগস্টে ৯২ কোটি ৮৮, সেপ্টেম্বরে ৬৭ কোটি ৭১, অক্টোবরে ৯১ কোটি ৯৫, নভেম্বরে ১২০ কোটি ৪৩ ও ডিসেম্বরে ১১৪ কোটি ৫৮ লাখ টাকা।

আরও পড়ুন : রপ্তানি প্রণোদনা ঘোষণায় বাড়ল চালের মূল্য

কিন্তু এই লক্ষ্যমাত্রায় গত ছয় মাসে রাজস্ব আদায় করা হয়েছে ৩৮৫ কোটি ৫৫ লাখ টাকা। এর মধ্যে জুলাইয়ে ৪৮ কোটি ৯ লাখ, আগস্টে ৫৪ কোটি ৫৮, সেপ্টেম্বরে ৬৮ কোটি ৭, অক্টোবরে ৫৭ কোটি ৪১, নভেম্বরে ৮৫ কোটি ৯৮ ও ডিসেম্বরে ৭২ কোটি ৪২ লাখ টাকা। এ হিসাবে ছয় মাসে রাজস্ব ঘাটতি পড়েছে ১৭৪ কোটি ৪ লাখ টাকা। কিন্তু গত ছয় মাসে রাজস্ব আদায় নির্ধারণের তুুলনায় কমেছে প্রায় ৩০ শতাংশ ।

এই ব্যাপারে ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, ব্যবসায়ীদের চাহিদা মত পণ্য আমদানির সুযোগ না দিলে রাজস্ব কখনই বাড়বে না। ব্যবসায়ীরা আর আগের মত উচ্চ শুল্কযুক্ত পণ্য আমদানি করতে পারেন না। আর এই কারণেই ব্যবসায়ীরা এই স্থলবন্দর থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্য বন্দরে চলে যাচ্ছেন।

আনন্দবাজার/এইচ এস কে

 

সংবাদটি শেয়ার করুন