কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) কৃষিপণ্যের দাম তুলনামূলক কমতির দিকে রয়েছে। বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণে বাজার পরিস্থিতি নিম্নমুখী রেখেছে। তবে সর্বশেষ কার্যদিবসে সিবিওটিতে ভুট্টা, গম ও সয়াবিনের দামে চাঙ্গা ভাব দেখা গেছে। আগের দিনগুলোর তুলনায় বেড়েছে তিনটি কৃষিপণ্যের দামই।
সিবিওটি প্রাইস ইনডেক্স অনুযায়ী, সর্বশেষ কার্যদিবসে ভুট্টার দাম আগের দিনের তুলনায় বেড়েছে দশমিক ৯২ শতাংশ। মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) ভুট্টা বিক্রি হয়েছে ৩ ডলার ৮২ সেন্টে, যা আগের দিনের তুলনায় বুশেলপ্রতি ৩ দশমিক ৫ সেন্ট বেশি।
এদিন গমের দামে দশমিক ৩২ শতাংশ প্রবৃদ্ধির দেখা মিলেছে। মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল গম বিক্রি হয়েছে ৫ ডলার ৫৭ সেন্টে, যা আগের দিনের তুলনায় বুশেলপ্রতি ১ ডলার ৭৫ সেন্ট বেশি।
ভুট্টা ও গমের পাশাপাশি এদিন চাঙ্গা হয়ে উঠেছে সয়াবিনের দামও । আগের দিনের তুলনায় কৃষিপণ্যটির দাম বেড়েছে বুশেলপ্রতি ২ দশমিক ৫ সেন্ট। দিন শেষে মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল সয়াবিন বিক্রি হয়েছে ৮ ডলার ৭৯ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ২৯ শতাংশ বেশি।
আনন্দবাজার/তাঅ