পদোন্নতির ‘পুল’ ব্যবস্থা বাতিল করার কারনে সরকারি ছয় ব্যাংকের জিএম পদে দেখা দিয়েছে একেবারেই অচলাবস্থা। তাই অনেক যোগ্য লোক থাকলেও জিএম পদে কোন নিয়োগ দিতে পারছে না ব্যাংকগুলো। এতে হতাশায় পড়ে গেছেন অনেক ব্যাংক কর্মকর্তাই।
এই ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, পুল ব্যবস্থা অনেক ভালো ছিল, কিন্তু উপরপর্যায়ের নির্দেশের কারনে কোনোরূপ ঘোষণা ছাড়াই তা বাতিল করে দেয়া হয়। তবে এখন চাইলে তা আবারো চালু করা যেতে পারে।
আরও পড়ুন : বিদেশিদের হাতে পাচার ২৬ হাজার কোটি টাকা
এ ব্যাপারে হতাশা এবং ক্ষোভ প্রকাশ করে একটি সরকারি ব্যাংকের এজিএম জানান, প্রভাবশালীদের চাপে এটি বাতিল করা হয়েছে। এখন আবার পদোন্নতির ব্যাপারে নানা অনিময় এবং আর্থিক লেনদেন শুরু হয়েছে, যা আমাদের জন্য অনেক হতাশজনক।
আনন্দবাজার/ এইচ এস কে