ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এ কি হাল মোশাররফের!

কালো মেকাআপ এবং সাদা চুলে মোশাররফ করিম! জনপ্রিয় টিভি অভিনেতা মোশাররফ করিমের এমন সাজ দেখে অনেকের হাসি পেতে পারে আবার প্রশ্নও তুলতে পারেন অনেকে। কেন এমন সাজলেন মোশাররফ? অভিনয় শিল্পীদের গল্পের প্রয়োজনে এমন নানান রূপ নিতে হয়। সেকারণেই এমন রুপে সাজলেন মোশাররফ।

জানা যায়, ‘কন্টাক্ট’ নাটকের প্রয়োজনেই মোশাররফের এমন রূপ নেওয়া। সম্প্রতি উত্তরায় এর দৃশ্যধারণ করা হয়েছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অভিনেতা ও নির্মাতা শামীম জামান।

এই নাটকে আরও অভিনয় করেছেন জাহারা মিতু, মাসুম বাসারসহ অনেকে। খুব শিগগিরই লাইভ টেকনোলোজিসের ব্যানারে প্রচারিত হবে নাটকটি।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন