ঢাকা | রবিবার
১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শাকিব চাইলে আপত্তি নেই পপির

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পপি।‘লাক্স আনন্দ বিচিত্রা’ সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে পা রাখেন মিডিয়া জগতে। এরপর ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে কাজ শুরু করেন তিনি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘কুলি’। এরপর দীর্ঘদিনের ক্যারিয়ারে অর্ধশত চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী।

চলচ্চিত্র ক্যারিয়ারে অপি অভিনয় করেছেন অনেক নায়কের সঙ্গে। সেই কাতারে আছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানও। বেশ লম্বা সময় আগে শাকিব-পপি জুটি বেঁধে অভিনয় করলেও এখন তাদের আর বড় পর্দায় দেখা যায় না। তবে সম্প্রতি চলচ্চিত্র পাড়ায় শোনা যাচ্ছে শাকিব খান সঙ্গে আবারও নতুন সিনেমাতে অভিনয়ন করতে যাচ্ছেন পপি।

এমন প্রশ্নের জবাবে পপি বলেন, কয়েকজন নির্মাতা আমাকে প্রস্তাব দিয়েছেন। তবে কোনটিই চূড়ান্ত নয়।শাকিব চাইলেই আমার কোনো আপত্তি নেই। আমার ও শাকিব জুটির সব সিনেমাই হিট হয়েছে। সেদিক থেকে আবারও ভালো কিছু হবে এমটাই প্রত্যাশা করি।

প্রসঙ্গত, শাকিব ও পপি অভিনীত বেশ কয়েকটি হিট ছবি রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ’দুজন দুজনার’, ’হীরা চুনি পান্না’ ও ’বস্তির রানী সুরিয়া’।

আনন্দবাজার/তাঅ

সংবাদটি শেয়ার করুন