ঢাকা | বৃহস্পতিবার
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনাভাইরাস নিয়ে অপ্রস্তুত ‘করোনা’ বিয়ার

‘করোনাভাইরাস বিয়ার’ এবং ‘বিয়ার ভাইরাস’ নামক দুটি শব্দের অনুসন্ধান বেড়ে গেছে গুগল সার্চে। করোনাভাইরাসের সাথে করোনা বিয়ারের সম্পর্ক না থাকলেও তা হার মেনেছে মানুষের কৌতূহলের কাছে।

সম্প্রতি করোনাভাইরাস চীনে ছড়িয়ে পড়ার পর গুগল সার্চে বেড়ে গেছে ‘করোনাভাইরাস বিয়ার’ এবং ‘বিয়ার ভাইরাস’ নামক দুটি শব্দের অনুসন্ধান। সার্চের ফলাফলে প্রথমেই আসছে করোনা বিয়ার সম্পর্কিত ছবি বা ভিডিও। তবে এতে বিয়ারটির বিক্রি প্রভাবিত হয়নি। কিন্তু এ নিয়ে প্রস্তুতকারক কোম্পানি কনস্টেলেশন ব্র্যান্ড কিছুটা বিব্রতকর এক অবস্থায় পড়েছে।

এই বিব্রতকর অবস্থা এড়াতে এবং মানুষের অনর্থক সন্দেহ আর কৌতূহল দূর করতে তারা এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, আমাদের অশিকাংশ ভোক্তাই জানেন করোনা ভাইরাসের সঙ্গে আমাদের ব্যবসা এবং বিয়ারের কোনো সম্পর্ক নেই।

আনন্দবাজার/ টি এস পি  

সংবাদটি শেয়ার করুন