ঢাকা | মঙ্গলবার
১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এই গ্রীষ্মে চতুর্থ বিয়ে করবেন লোপেজে

হলিউড গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ তার চতুর্থ বিয়ের ধুমধাম শুরু করে দিয়েছেন। গত বছরের মার্চে আমেরিকার সাবেক বেসবল খেলোয়াড় অ্যালেক্স রদ্রিগেজের ইতোমধ্যে আংটি বদল সেরে ফেলেছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যমের জানিয়েছে, চলতি বছরের গরমেই বিয়ের কাজটা সেরে ফেলবেন লোপেজ-রদ্রিগেজ জুটি। এই খবরে স্বাভাবিক ভাবেই উত্তেজনা ছড়িয়েছে পড়েছে ভক্তদের মধ্যে।

দীর্ঘদিন যাবৎ লিভ টুগেদার সম্পর্কে রয়েছেন হলিউডের এই তারকা জুটি। ৫০ বছর বয়সী লোপেজ ও ৪৪ বছর বয়সী রদ্রিগেজ খুবই জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত। তবে বহুদিন আগে আংটি বদল হয়ে থাকলেও এ উপলক্ষ্যে এখনো কোনো অনুষ্ঠান করেননি তারা। কিন্তু মার্কিন ওই সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিয়ে নিয়ে নাকি ভালো রকমের পরিকল্পনা করছেনে এ তারকা জুটি। বিয়েটা অন্ততপক্ষে যেমনতেমন ভাবে সারতে রাজি নন জেনিফার লোপেজ।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন