ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচন্ড ঠান্ডায় ঝরছে পানপাতা, লোকসানের আশঙ্কা

ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষতির রেশ কাটিয়ে উঠতে না উঠতেই প্রচণ্ড ঠাণ্ডা আর কুয়াশার ফলে গাছ থেকে ঝড়ে পড়ছে পানপাতা। এর ফলে মারাত্মক ক্ষতির আশঙ্কায় চরম হতাশার মধ্যে রয়েছেন পিরোজপুরের পান চাষিরা।

গত নভেম্বরে, পিরোজপুরসহ দেশের দক্ষিণাঞ্চলের উপর দিয়ে প্রচন্ড বেগে বয়ে যায় ঘূর্ণিঝড় বুলবুল। এতে করে লণ্ডভণ্ড হয়ে যায় পিরোজপুর জেলার ৭টি উপজেলার বেশিরভাগ পানের বরজ। সব শেষ হওয়ার পরও আবার কঠোর পরিশ্রম আর ধার-দেনা করে কোনমতে সেগুলো ঠিক করেন চাষিরা।

কিন্তু এই ধাক্কা সামলে উঠতে না উঠতেই দেখা দিয়েছে নতুন সংকট। প্রচণ্ড শীত এবং ঘন কুয়াশায় কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে বেশীরভাগ গাছের মধ্যভাগে পচন ধরে মারা যাচ্ছে পানগাছ। দেশে সাধারণত বৈশাখ মাসে বরজ থেকে পানপাতা সংগ্রহ করা হয়। কিন্তু, সেই বরজ সংগ্রহের প্রায় ৩ মাস আগেই হলুদাভাব হয়ে ঝরে পড়ছে পানপাতা। ব্যয়বহুল বলে অনেক চাষিই বিভিন্ন প্রতিষ্ঠান এবং স্থানীয় মহাজনদের কাছ থেকে ধার-দেনা করে পান চাষ করেছেন। পান বরজের এমন করুন অবস্থায় এখন মাথায় হাত তাদের।

স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, ঠাণ্ডা ও কুয়াশার হাত থেকে বরজ রক্ষায় চাষিদের বিভিন্নভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।

জানা যায়, পিরোজপুরের ৭টি উপজেলায় ৬৯৪ হেক্টর জমিতে পানের বরজ রয়েছে। তার মধ্যে, বেশি পান চাষ হয় ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ উপজেলায়।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন