ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পতনের বাজারে ব্যতিক্রম পাট

চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ মঙ্গলবার দেশের পুঁজিবাজারের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমছে। তবে এর ব্যতিক্রমে ছিল পাট খাত। এর কারণ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ খাতের সবগুলো প্রতিষ্ঠানের শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

পতনের পুঁজিবাজারে দর বৃদ্ধির দিক থেকে পাট খাত চমক দেখালেও এদিন ডিএসইতে লেনদেনের দাপট দেখিয়েছে প্রকৌশল খাত। আজ ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৭ শতাংশই দখলে নেয় প্রকৌশল খাত।

ডিএসইতে তালিকাভুক্ত তিনটি পাট খাতের কোম্পানির মধ্যে জুট স্পিনার্সে গত দিনের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ শেয়ার দাম বেড়েছে। অন্য দুই কোম্পানির মধ্যে নর্দান জুটের ১ দশমিক ৭২ শতাংশ ও সোনালি আঁশের ৩ দশমিক ৪৫ শতাংশ শেয়ার দাম বেড়েছে।

এদিকে লেদেনের দিক থেকে সবার ওপরে প্রকৌশল খাতের আবস্থান। এ খাতের কোম্পানিগুলোর ৭৪ কোটি ৮৮ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ১৬ দশমিক ৮৭ শতাংশ।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন