ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনাভাইরাসে ধ্বংসের মুখে চীনের অর্থনীতি

মরণব্যাধি করোনাভাইরাস আতঙ্কে চীনে ব্যবসা পরিচালনা সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এ সঙ্কটের কারণে বড় ধরনের ধস নেমেছ চীনা অর্থনীতিতে। দেশটির আর্থিক ক্ষতি ৬ হাজার কোটি ডলারে পৌঁছে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম।

এদিকে দেশের অর্থনীতির ক্ষয়ক্ষতি কমানোর জন্য ২ হাজার ২শ’ কোটি ডলার যোগান দিতে যাচ্ছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশটির শেয়ারবাজারেও বিভিন্ন সূচকের দরপতন হয়েছে।

করোনাভাইরাস আতঙ্কের কারণে চীন ভ্রমণে সতকর্তা জারি করেছে বিশ্বের বিভিন্ন দেশ। যার ফলে ধস নেমেছে দেশটির সবচেয়ে লাভজনক পর্যটন খাতে। এছাড়াও সারাবিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স বাতিল করছে চীনে ফ্লাইট পরিচালনা।

এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। ক্রমাগতই দরপতন হচ্ছে চীনের শেয়ারবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকের।

চলতি বছরে চীনের প্রবৃদ্ধি হার কমে সাড়ে ৫ শতাংশে নামতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। করোনাভাইরাসের কারণে বছরের প্রথম প্রান্তিকে চীনের ৬ হাজার কোটি ডলার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন