দেশজুড়ে পেঁয়াজের আকাশছোঁয়া দাম হওয়ায় ঝিনাইদহের মাঠে মাঠে ধুম পড়ে গেছে পেঁয়াজ চাষের। কোথাও চলছে চারা উঠানোর কাজ আবার কোথাও চলছে রোপণের কাজ। শীতকে উপেক্ষা করে এ জেলার বিভিন্ন উপজেলার মাঠে মাঠে চলছে পেঁয়াজ আবাদ।
ঝিনাইদহের কৃষি কর্মকর্তারা জানায়, পেঁয়াজের উন্নত ফলন পেতে এবং উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণ করার জন্য কৃষকদের সকল ধরনের প্রযুক্তিগত সহযোগিতা দেয়া হচ্ছে।
কৃষি বিভাগের সূত্রে, চলতি বছর ঝিনাইদহ জেলার ৬ উপজেলায় ৯ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যেখানে গত বছরের চেয়ে প্রায় ২ হাজার হেক্টর বেশি রয়েছে।
বিগত দুই মৌসুম ধরে পেঁয়াজের তেমন দাম পাননি কৃষকেরা। তবে গেল বছরের ডিসেম্বরের অসময়ে হঠাৎ করে পেঁয়াজের দাম হু হু করে বেড়ে যাওয়া দেখে সাধ্যমতো পেঁয়াজ রোপণের চেষ্টা চালাচ্ছে চাষিরা।
এ মৌসুমের পৌষ মাসের প্রথম সপ্তাহ থেকে মাঠে মাঠে পেঁয়াজ আবাদ শুরু হয়েছে। আর এ আবাদ চলবে মাঘ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। কৃষকদের এই উৎপাদিত পেঁয়াজ বাজারে আসতে সময় লাগবে আড়াই মাস।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুণ্ডু বলেন, কৃষক যাতে পেঁয়াজ সংরক্ষণ করতে পারেন সেই বিষয়ে পরামর্শ দেয়া হয়েছে। এবং নায্যমূল্য পাওয়ার বিষয়ে পরামর্শ দেয়া হচ্ছে।
আনন্দবাজার/এম.কে