দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান সূচক কমে শেষ হয়েছে দিনের লেনদেন।
রোববার (১৩ জুলাই) ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪২ পয়েন্ট এবং সিএসইতে সিএসসিএক্স কমেছে ৫২ পয়েন্ট।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৫১ কোটি ৮ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৬৮ লাখ টাকা। গত কার্যদিবসে সিএসইতে লেনদেন হয়েছিল ১২ কোটি ২১ লাখ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই
এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক কমে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক কমে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে এক পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ৫ পয়েন্ট।
এরপর থেকে সূচক একটানা কমতে থাকে। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক ৩ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক বাড়ে ২ পয়েন্ট। এরপর থেকে সূচক নেতিবাচক হতে শুরু করে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ৬ পয়েন্ট কমে যায়। বেলা ১১টায় সূচক ১২ পয়েন্ট কমে যায়। বেলা ১২টায় সূচক ২২ পয়েন্ট, বেলা ১টায় সূচক ২৯ পয়েন্ট, বেলা ২টায় সূচক ৩৬ পয়েন্ট কমে এবং বেলা আড়াইটায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৪২ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ১৭৯ পয়েন্টে।
অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৫৩ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৯০ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ২৬৯ এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের দাম।
রোববার দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসই’র শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ইউনাইটেড পাওয়ার, ফরচুন সু, এমএল ডায়িং, ঢাকা ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিকস, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, ফেডারেল ইন্স্যুরেন্স, এটিসিএসএলজিএফ এবং গ্লোবাল ইন্স্যুরেন্স।
সিএসই
অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৫২ পয়েন্ট কমে ৯ হাজার ৬৪৫ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৯৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৩১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৯১ পয়েন্ট কমে ১৫ হাজার ৮৮১ পয়েন্টে অবস্থান করে।
লেনদেন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এদিন দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- ইনফরমেশন সার্ভিস অ্যান্ড নেটওয়ার্ক, কাশেম ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, এসিএফএল, ইউনাইটেড এয়ার, ফরচুন সু, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এবং ওরিয়ন ফার্মা।