ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জন্মদিনে ভক্তদের যে উপহার দিলেন ফাহমিদা নবী

আজ (৪ জানুয়ারি) দেশের প্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী তার জন্মদিন পালন করছেন। যদিও বড়সড় কোনো আয়োজন করা হয়নি, তবুও ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছার স্রোতে তিনি ভাসছেন। জন্মদিনে ফাহমিদা নবী সবাইকে সুস্থতা কামনা করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন, আরও ভালো গান শোনানোর জন্য তিনি আরও উৎসাহী।

এ বিশেষ দিনে তিনি ভক্তদের জন্য সুখবর হিসেবে ঘোষণা করেছেন তিনটি নতুন গান। ইতোমধ্যেই তিনি এই তিনটি গানে কণ্ঠ দিয়েছেন—‘ইচ্ছে করে’, ‘দুঃখের দলিল’ এবং ‘আসলো না বৃষ্টি’। গানগুলোর সুর করেছেন শামস সুমন। উল্লেখযোগ্য বিষয় হলো, এটি প্রথমবার যে তিনটি গান একসঙ্গে ফাহমিদা নবীর জন্য সুর করেছেন শামস সুমন। গানগুলোর কথা লিখেছেন গোলাম মোর্শেদ এবং সঙ্গীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া।

ফাহমিদা নবী বলেন, “সুমনের সুরের মধ্যে ৯০-এর দশকের একটি বিশেষ ছোঁয়া আছে, যা আমাকে খুব আকৃষ্ট করেছে। তার সুরের আবেগ আমাকে স্বাচ্ছন্দ্যে এবং আনন্দের সঙ্গে গান গাইতে প্রেরণা দেয়। এই তিনটি গানে আমি সুর এবং শব্দের গভীরে ডুবে গিয়েছি। গীতিকারও প্রতিটি গানকে মনে রাখার মতোভাবে লিখেছেন। আমি সত্যিই এই তিনটি গান নিয়ে আশাবাদী।”

শামস সুমন জানান, “মূলত গীতিকার গোলাম মোর্শেদ ভাই তিনটি গান প্রকাশের উদ্যোগ নিয়েছেন। মোর্শেদ ভাই ও ফাহমিদা আপার দীর্ঘ ২৫ বছরের কাজের বন্ধন আছে। প্রথমে আমি একটি গান শোনাই, যা আপার ভালো লাগে। পরে আরও দুটি গান শোনালে সেগুলোর কথাও আপার পছন্দ হয়। এরপর তিনটি গানেই ফাহমিদা আপা কণ্ঠ দিয়েছেন। গত কয়েক মাসে গানগুলোর কাজ শেষ হয়েছে এবং মিউজিক ভিডিওর কাজও সমাপ্ত।”

গোলাম মোর্শেদ জানিয়েছেন, গানগুলো শীঘ্রই ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। তিনটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আশিক। ভক্তরা এখন গানগুলো শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সংবাদটি শেয়ার করুন